এলকপ আয়োজিত ”ফেইক নিউজ: মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি” শীর্ষক ওয়েবিনার

এলকপের পক্ষ থেকে শুভেচ্ছা। ড. মিজানুর রহমান, বাংলাদেশের একজন বিশিষ্ট আইনবিদ ও মানবতাবাদী, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক, যিনি এলকপ প্রতিষ্ঠা করেছেন। এলকপের সূচনালগ্ন (২০০০ সাল ) থেকে এটি ‘হিউম্যান রাইট্‌স সামার প্রকল্পের’ মাধ্যমে আইন শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ে শিক্ষা প্রদান করে যাচ্ছে এবং স্ট্রিট ল’ প্রকল্পের মাধ্যমে প্রাথমিক আইন সম্পর্কে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করে যাচ্ছে। বর্তমানে এলকপ বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক-আইনগত দৃষ্টিভঙ্গির উপর একটি গবেষণা পরিচালনা করছে এবং পথশিশুদের সাথে জড়িত কমিউনিটি ল রিফর্ম (সিএলআর) প্রকল্পও পরিচালনা করছে।
এলকপ বর্তমানে জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রকে প্রাধান্য দিয়ে “বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি” বিষয়ে একটি গবেষণা প্রকল্প চালু করেছে । এই গবেষণায় উঠে এসেছে, অনলাইন এবং সোশ্যাল মিডিয়া সংবাদ তৈরি ও প্রচারের মাধ্যমকে জনগনের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছে। অন্যদিকে, এটি অপপ্রচারের হাতিয়ারে পরিণত হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন মিথ্যা ও ভুয়া খবর ছড়িয়ে পড়ছে এবং যা সর্বত্র মানবাধিকার ও গণতন্ত্রের জন্য ক্রমাগত হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ফেইক নিউজের বিশ্বব্যাপী প্রভাব নিয়ে আলোচনা করার জন্য এলকপ, ”ফেইক নিউজ: মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি” শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করতে যাচ্ছে। উক্ত সেমিনারটি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

রেজিস্ট্রেশন লিঙ্কঃ https://lnkd.in/dBzZCRh4

যোগাযোগঃ [email protected]